ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সুনামগঞ্জে আ’লীগ নেতার মরদেহ উদ্ধার, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
সুনামগঞ্জে আ’লীগ নেতার মরদেহ উদ্ধার, আটক ৪ জয়নাল আবেদীন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুলাইপাড় বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জয়নাল একই গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে।

আটক চারজন হলেন- একই গ্রামের বাসিন্দা সেলিম মিয়া (২৬), ফেরদৌস মিয়ার ছেলে সাগর মিয়া (১৭), শাহিন শাহ (৪০) ও নিহতের দোকান কর্মচারী জগন্নাথপুর উপজেলার বাসিন্দা রবি মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মার্চ) আওয়ামী লীগ নেতা জয়নাল বাড়ি থেকে
বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ঘটনায় আটক চারজনের মধ্যে একজন হত্যার দায় স্বীকার করেছেন। তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ