ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণে আ’লীগের ৬ টিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণে আ’লীগের ৬ টিম

ঢাকা: বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণে কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দলটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে ছয়টি টিম গঠন করা হয়েছে। 

শনিবার (২০ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ টিম গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ত্রাণ বিতরণ কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।  

ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলা নিয়ে গঠিত টিম-১-এ আছেন জাহাঙ্গীর কবির নানক, বি. এম মোজাম্মেল হক, টিপু মুনশি, ডা. রোকেয়া সুলতানা, নুরুজ্জামান আহমেদ; সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া জেলা নিয়ে গঠিত টিম-২-এ আছেন মোহাম্মদ নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, প্রফেসর মেরিনা জাহান; সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলা নিয়ে গঠিত টিম-৩-এ আছেন নুরুল ইসলাম নাহিদ, মাহবুব উল-আলম হানিফ, আহমদ হোসেন, মো. মিজবাহ্ উদ্দিন সিরাজ, নুরুল মজিদ হুমায়ুন, বদরুদ্দিন আহমেদ কামরান, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, মো. শাহাব উদ্দিন, ডা. মো. এনামুর রহমান।

চট্টগ্রাম, বান্দরবান, ফেনী জেলা নিয়ে গঠিত টিম-৪-আছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. হাছান মাহমুদ, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরিদুননাহার, আমিনুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর উশৈসিং; মুন্সীগঞ্জ, চাঁদপুর জেলা নিয়ে গঠিত টিম-৫-এ আছেন ডা. দীপু মনি, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, ফজিলাতুননেসা ইন্দিরা, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, হারুনুর রশীদ, হাবিবুর রহমান সিরাজ, এস এম কামাল হোসেন, মো. গোলাম কবীর রব্বানী চিনু এবং মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর জেলা নিয়ে গঠিত টিম-৬-এ আছেন ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাড. আফজাল হোসেন, শামসুন নাহার চাঁপা, অসীম কুমার উকিল, মির্জা আজম, অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯ 
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ