ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রায়পুরে আ’লীগ নেতার মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
রায়পুরে আ’লীগ নেতার মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলী হায়দার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে মৃত আলীর স্বজনরা উপজেলার মাতৃছায়া হাসপাতালে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। 

সোমবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। হায়দার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের বাসিন্দা ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



মৃত আলীর স্বজনরা জানান, আলী চা পান করার সময় হঠাৎ মাটিতে লুটে পড়েন। পরে তাকে রায়পুর উপজেলার মাতৃছায়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেন রোগীকে দেখে ডায়রিয়ায় আক্রান্ত বলে চিকিৎসা দেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুরের মতলব ডায়রিয়া নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

পরে ক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে রায়পুরের মাতৃছায়া হাসপাতালে এসে দরজা, জানালার গ্লাসসহ আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত আলীর স্বজন মো. হারুন অভিযোগ করেন, হৃদরোগে আক্রান্ত রোগীকে ডায়রিয়ার চিকিৎসা দেওয়ায় আলী মারা গেছেন।

রায়পুর মাতৃছায়া হাসপাতালের পরিচালক তুহিন চৌধুরী বলেন, ডায়রিয়া রোগীকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে মতলব ডায়রিয়া নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। রাতে হঠাৎ লোকজন এসে হাসপাতাল ভাঙচুর করে। এতে হাসপাতালে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।  

এ ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেবো বলেও জানান পরিচালক তুহিন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বাংলানিউজকে জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ