ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বৈরী আবহাওয়া সত্ত্বেও ফেনী আ’লীগের সম্মেলনে জনস্রোত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
বৈরী আবহাওয়া সত্ত্বেও ফেনী আ’লীগের সম্মেলনে জনস্রোত ফেনী আ’লীগের সম্মেলনে বিশাল জনস্রোত, ছবি: বাংলানিউজ

ফেনী: সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিকাল ৩টা থেকে বৃষ্টি আরও বাড়তে থাকে। সম্মেলন যখন শুরু হচ্ছিল, তখনও মাঠে তুমুল বৃষ্টি। বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করছিল ফেনী পাইলট হাইস্কুল মাঠকে।

অপরদিকে, পদ্মাসেতু মডেলের মঞ্চে বসে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছিলেন, ফেনী এখন আওয়ামী লীগের ঘাঁটি। সম্মেলনে বৈরী আবহাওয়া সত্ত্বেও বিশাল জনসমুদ্র এটাই প্রমাণ করে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শুরু হওয়া ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনের চিত্রটা ছিল এমনই।

দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৫টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। এরপর সোয়া ৫টা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এসময় চলে সভাপতি নির্বাচন প্রক্রিয়া। তবে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক নিজাম হাজারী একক প্রার্থী হওয়ায় ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাসির, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।

সম্মেলন ঘিরে দলের নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলারসহ বিভিন্ন জায়গার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ফেনী পাইলট হাইস্কুল মাঠ মুখরিত করে তুলে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ