ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

বাংলাদেশ আজ সমৃদ্ধশালী দেশ: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
বাংলাদেশ আজ সমৃদ্ধশালী দেশ: শিল্পমন্ত্রী

নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দীর্ঘদিনের ষড়যন্ত্র মোকাবিলা করে আবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র সব সময়ই চলছে। বারবার আঘাত এসেছে। সেই আঘাত মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ সমৃদ্ধশালী দেশ।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানিদের বিতাড়িত করে বাংলাদেশ স্বাধীন করে। আর শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে সারাবিশ্বে বাংলাদেশের ঐতিহ্য ছড়িয়ে দিচ্ছে। যার ফলে বিশ্ব দরবারে লাল সবুজের বিজয় নিশান উড়াচ্ছে বাংলার দামাল ছেলেরা।

মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুণ অর রশিদ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম ভূইয়া রাখিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ