ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

কাউন্সিলর পদে আ’লীগ ফরম দেবে ২৬-২৭ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
কাউন্সিলর পদে আ’লীগ ফরম দেবে ২৬-২৭ ডিসেম্বর

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হবে বৃহস্পতি ও শুক্রবার (২৬ ও ২৭ ডিসেম্বর)।

এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এ আবেদন ফরম নিতে পারবেন। এর জন্য ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা।

কাউন্সিলর নির্বাচনে দলীয় সমর্থনের আবেদনপত্র সংগ্রহ এবং জমা শুক্রবার বিকেল ৫টার মধ্যে করার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ