ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাকা সিটি নির্বাচন: রোববার প্রার্থী ঘোষণা করবে আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
ঢাকা সিটি নির্বাচন: রোববার প্রার্থী ঘোষণা করবে আ’লীগ ওবায়দুল কাদের। ফাইল ফটো

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নাম রোববার (২৯ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, রোববার সকাল ১১টায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমইউএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ