ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

নাজিরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
নাজিরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর:পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় চার সহস্রাধিক নেতাকর্মী যোগ দেন।

 

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভার করে।  

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ  মো. নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিষ হালদার প্রমুখ।  
মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা তৃতীয়বারে সরকার গঠনের বর্ষপূর্তি এবং ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ায়ও এ আনন্দ র‌্যালি ও সভার আয়োজন করা হয়।  

সভার শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বাদলের ২১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া  ও শোক প্রস্তাব করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ