বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মুক্তিযোদ্ধা জনতা সংবর্ধনা কমিটির আয়োজনে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি রেলওয়ে ফুটবল মাঠ সংলগ্ন আমতলা মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় না।
তিনি আরও বলেন, আজ দেশের অসহায় মানুষগুলো শান্তিতে আছেন। ২০ বছর আগে অসহায় মা-বোনেরা ছেড়া জোড়াতালি শাড়ি পড়ে থাকতো। এখন কোনো অসহায় মানুষের ছেড়া শাড়ি পড়ে থাকতে দেখা যায়না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বয়স্ক-অসহায় নারীদের বিভিন্ন ভাতার ব্যবস্থা করে দিয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে।
মুক্তিযোদ্ধা জনতা সংবর্ধনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী সদরুল হক সুধার সভাপতিত্বে ও পাবনা জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ চলাকালীন বহির্বিশ্বে জনমত গঠনে ভূমিকা পালনকারী রবিউল আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রশিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ।
এর আগে, বেলা ১২টায় পাকশী উদীচী শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও গণ সংগীতের মাধ্যেমে এ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক দেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এনটি