শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারী সম-অধিকার, সমমর্যাদা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যা সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর এ নারীরা আর বেকার থাকবেন না। বিভিন্ন কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে দ্রুতই স্বাবলম্বী হয়ে উঠবেন। এর ফলে দেশের মাথাপিছু আয় বাড়বে ও দারিদ্র্যতার হার কমবে।
রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিনের সভাপতিত্বে কর্মী সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসএস/এবি