সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান এ আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খবির উদ্দিন বাংলানিউজকে জানান, উল্লেখিত কর্মসূচির আওতায় কাগাপাশা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ডিলার নজরুল ইসলাম। তার মোট গ্রাহক ৫০৩ জন। চলতি লটে রোববার ১৭৬ জন ও সোমবার ১৩৪ জনের মধ্যে চাল বিতরণ করেন। বাকি ছিলেন আরও ১৯৩ জন।
প্রতিদিনই তিনি ৩০ কেজির জায়গায় ২২, ২৬ ও ২৭ কেজি জনপ্রতি বিতরণ করছিলেন। এ অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত তাকে শাস্তি দেন। নজরুল ইসলামের ডিলারশিপ বাতিলের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে নতুন ডিলার নিয়োগের পর উপকারভোগীদের মধ্যে অবশিষ্ট চাল বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এনটি