ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ইন্দুরকানীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ৪, ২০২০
ইন্দুরকানীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ছাত্রলীগ কর্মীদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কান, চোখসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলা খেঁজুরতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহত ছাত্রলীগ কর্মী রাসেল শেখ, নাঈম শেখ, হাসিবসহ অনেকেই বলেন, আমরা ৪/৫ জন মিলে খেঁজুরতলা বাজারে চায়ের দোকানে বসে ছিলাম।

তখন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ, নোবেল, সাকিবসহ তাদের নেতৃত্বে ২৫/৩০ জন লোক আমাদের ওপর হাতুড়ি, দা, দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে  হামলা চালায়। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ছাত্রলীগ কর্মীরা হামলা করে পালিয়ে যায়।

হামলাকারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাহমুদ বাংলানিউজকে বলেন, আমাদের এক বন্ধুকে মারার হুমকি দেয়। এ বিষয়ে তাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন উভয়ের মধ্যে হাতাহাতি হয়।
 
উপজেলা ছাত্রলীগে সভাপতি আতিকুর রহমান ছগির বাংলানিউজকে বলেন, যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে মারামারি করবে  তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, রাতে খেঁজুরতলা বাজারে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারি হয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ