ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বাংলাদেশ স্কুলের এজিএম

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
বাহরাইনে  বাংলাদেশ স্কুলের এজিএম ছবি :বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে এ এজিএম অনুষ্টিত হয়।



বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কেফায়াত মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মেহেদী হাসান, সচিব (শ্রম) মহিদুল ইসলাম ও আহলী ইউনাইটেড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও স্কুলের সাবেক চেয়ারম্যান সাফকাত আনোয়ার।

এছাড়‍া এম এ সাঈদ, ফজলুর করিম বাবলু, গোলাম রব্বানী, প্রকোশলী জয়নাল আবেদীন,, প্রকোশলী মো. গিয়াস উদ্দিন, ট্রেজারার মো. সেলিম, বিল্লাল হোসেন, হাফেজ ইয়ার মো.  আব্বাস, মো. আব্দুল করিম, মো. আইনুল হক, জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল বাছিত, এম বি জালাল উদ্দিন, হামেদ কাজী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ