বাহরাইন: শনিবার সৌদি আরবসহ আরব বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহরাইনে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আর এ উপলক্ষে অবস্থাসম্পন্ন প্রবাসীদের মধ্যে চলছে ঈদ আয়োজনের ব্যাপক প্রস্তুতি।
পছন্দের কোরবানির পশু কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বাংলাদেশের মতো গরু-ছাগলের হাট না বসলেও নিধারিত স্থানীয় পশু খামারগুলোতে এ বেচা বিক্রি চলছে।
সরেজমিনে মানামার নিকটবর্তী একটি খামারের খামারিরা জানান, ইয়েমেন,সোমালিয়া,সিরিয়া,অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে গরু,ছাগল,উট,দুম্বা ও ভেড়া বাহরাইনে আসে।
আকার আকৃতি ভেদে গরু ৪০০ থেকে ১৫০০ দিনার,ভেড়া ২৫ থেকে ৪০দিনার ,ছাগল ৭০ থেকে ১০০দিনারে বিক্রি হচ্ছে।
এদিকে সাধারণ শ্রমিকদের মধ্যে কোরবানির কোনো আয়োজন নেই। এখানে যত্রতত্র পশু জবাইয়ে নিষেধাজ্ঞা থাকায় এবং কোরবানির পশুর তুলনামূলক বেশি দামের কারণে প্রবাসীরা আগ্রহ দেখান না।
এরপরও অনেকে শখের বশে ২/৩ রুমের বন্ধু-বান্ধব মিলে স্বল্পমূল্যে ভেড়া দিয়ে কোরবানি আদায় করে থাকেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪