ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

‘ডেটলাইন বাহরাইন’, পৌঁছেছেন জাকারিয়া মন্ডল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
‘ডেটলাইন বাহরাইন’, পৌঁছেছেন জাকারিয়া মন্ডল জাকারিয়া মন্ডল

বিশ্বের অন্যান্য দেশের মতো মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও অব্যাহত গতিতে বাড়ছে বাংলানিউজের পাঠক। প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই এখন প্রিয় সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাহরাইন তার অন্যতম উদাহরণ।

প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের খবর সবার আগে গুরুত্বসহকারে প্রকাশ করে বাংলানিউজ। ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটিতে দেড় লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির কথা আরও গুরুত্ব দিয়ে তুলে ধরতে রোববার রাতে বাহরাইন পৌঁছেছেন বাংলানিউজের আউটপুট এডিটর জাকারিয়া মন্ডল। সেখানে বাংলানিউজের করেসপন্ডেন্ট মোসাদ্দেক হোসেন সাইফুলকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি। বাহরাইনের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে তারা দেখবেন প্রবাসী বাংলাদেশীদের জীবনযাত্রা, কাজ।

বাংলানিউজ তুলে ধরবে এই মানুষগুলোর অর্জন। গুরুত্ব দিয়ে ফুটিয়ে তুলবে দেশের জন্য তাদের বিসর্জনের কথাও। বিদেশের মাটিতে যাদের হাড়ভাঙা খাটুনিতে দেশের অর্থনীতি সচল থাকে, গর্ব করার মতো বিদেশি মুদ্রার মজুদ হয়, তাদেরই গল্প প্রকাশিত হবে ‘ডেটলাইন বাহরাইন’ শিরোনামে। বাহরাইন প্রবাসী

বাংলাদেশিরা তাদের কথা, তাদের গল্প জানাতে যোগাযোগ করুন zakaria.bn24@gmail.com, অথবা leosaiful@gmail.com এই ঠিকানায়। টেলিফোনে জানাতে পারেন +৯৭৩ ৩৩৩৬ ৩৯৮৬ নম্বরে। বাহরাইনে আপনার পাশেই থাকবে বাংলানিউজ।




মোসাদ্দেক হোসেন সাইফুল


** ‘ডেটলাইন বাহরাইন’, যাচ্ছেন জাকারিয়া মন্ডল

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ