বাহরাইন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলে মন্তব্য করেছেন বাহরাইন বিএনপির সভাপতি প্রকৌশলী মো. জাহাঙ্গীর তরফদার।
সোমবার (০২ মার্চ) স্থানীয় সময় রাত ৯টায় মানামার একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বাহরাইনে এ প্রতিবাদ সভার আয়োজন করে বাহরাইন বিএনপি।
জাহাঙ্গীর তরফদার বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার দুঃস্বপ্ন দেখছে সরকার। সরকারের এ স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ জন্য দেশ ও প্রবাসে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রকৌশলী মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- বাহরাইন বিএনপির উপদেষ্টা আবুল বাশার, সাধারণ সম্পাদক প্রকৌশলী এনামুল হক সরকার এনাম,সহ-সভাপতি হারুনুর রশিদ,ছৈয়দুল হক,কামরুল ইসলাম কামরান,বিএনপি সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম,স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সেলিম মিয়া,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,তরুন দল সাধারণ সম্পাদক বাচ্ছু মিয়া, বিএনপি হামাদ টাউন শাখার সিনিয়র সহ-সভাপতি ফয়েজ মোল্লা,সাধারণ সম্পাদক ছালাম সরকার, মানামা মহানগর সিনিয়র সহ-সভাপতি সাঈদ আহমেদ,সাংঘঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার খোকন, ঈসা টাউন বিএনপির সভাপতি নুর আলম,সহ- সভাপতি শহীদুল ইসলাম সরকার প্রমুখ ।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক প্রকৌশলী এনামুল হক সরকার এনাম বলেন- চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দিশেহারা হয়ে অবৈধ সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতারের পায়তারা করছেন। কিন্তু দেশনেত্রীকে গ্রেফতারের পরিণাম হবে ভয়াবহ ।
সভায় বাহরাইন বিএনপির বিভিন্ন অঙ্গ সংঘঠন ও আঞ্চলিক শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫