মানামা: বাহরাইনে এক স্বদেশিকে নৃশংসভাবে হত্যার দায়ে সালাম জুলাহাস (২৯)ও সুজন বাদশা (২৯) নামে দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।
তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ২৯ এপ্রিল রাস রুমান এলাকার একটি অ্যাপার্টমেন্টে তাহের অন্তজ (৩১) নামে এক বাংলাদেশিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ রয়েছে।
রায় ঘোষণাকালে এই হত্যাকাণ্ডকে ‘বিভীষিকাময়’ আখ্যা দেন আদালত।
অভিযুক্ত দু’জন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালাতো। তাহের তাদের দেহব্যবসা চক্রে যোগ দিতে চাওয়ায় তাকে হত্যা করা হয় বলে স্বীকার করে সালাম ও সুজন।
আদালতে দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, তাহেরকে অভিযুক্তরা প্রথমে বেঁধে ফেলে। এরপর গলায় দড়ির ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়।
যে অ্যাপার্টমেন্টে তারা দেহব্যবসা চালাতো তার ৫০ মিটার দূরে তাহেরের ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত্যুদণ্ড ছাড়াও পতিতাবৃত্তি চালানোর অপরাধে তাদের তিন বছরের কারাদণ্ড এবং বাহরাইনে অবৈধভাবে বসবাসের জন্য ১০ দিনের কারাদণ্ড দেন আদালত।
মামলায় আর এক অভিযুক্ত হজরত বাদশাহ হত্যাকারী দুজনের একজনের ভাই। অবৈধ বসবাসের জন্য তাকে ১০ দিনের কারাদণ্ড দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫