ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

বাহরাইন: বাহরাইনের হিদে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার সেলিম (৩১) নামে বাংলাদেশি এক শ্রমিক মারা গেছেন।

দেলোয়ার সেলিম ঢাকার কামরাঙ্গীচরের আশরাফাবাদের আলীনগর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নম্বর-৮৪০৫৯৪৭৩৯। দেলোয়ার বাহরাইনের লাকী মার্ক ক্লিনিং অ্যান্ড মেইনটেন্যান্স নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, বাহরাইনের হিদে মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে  হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।   ঘটনার পরপরই পুলিশ চালক সহ গাড়িটি আটক করে।

নিহতের চাচা মো. ইউনুস বাংলানিউজকে জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় দেলোয়ার দুই বছর আগে বাহরাইনে যান। এক বছর আগে তার স্ত্রী দুরারোগ্য ক্যান্সারে মারা যান। তাদের মুন্নী নামে দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে। নিহতের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ