ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইন আওয়ামী লীগের ইফতার মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
বাহরাইন আওয়ামী লীগের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন থেকে: বাহরাইনে অনুষ্ঠিত হলো বাহরাইন আওয়ামী লীগের ইফতার মাহফিল।
 
মঙ্গলবার (১৪ জুলাই) বাহরাইনের রাজধানী মানামার একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বাহরাইন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন নুর, সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহ-সভাপতি খালেদ শামসুল হক, যুবলীগ সভাপতি এম এ করিম, বি. বাড়িয়া তিতাস ইউনিয়নের সভাপতি মো. শাহজালাল, বাংলাদেশ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হামেদ কাজী হাসান, শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন মুন্না, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, শ্রমিকলীগ সহ-সভাপতি মানিক হোসেন মিলু, শ্রমিকলীগ সাবেক সভাপতি শামসুল হক মেম্বার ও রিয়াজুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক আবদুস সবুর, সহ-সভাপতি জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইস্রাফীল আসিক, আব্দুল কাদের, মো. শরীফ, শাহাদাত হোসেন, আব্দুর রহমান, মো. হোসেন, হাকিম মৃদা, সোহরাব হোসেন সান, মোশারফ হোসেন মশু, মো. কামরুজ্জামান ও আক্কাছ আলী প্রমুখ।
 
এ ইফতার মাহফিলে আওয়ামী লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্হিত ছিলেন।
 
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ