ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগ

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বাহরাইনে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন (মানামা): গত ২৪ ডিসেম্বর রাতে অগ্নিকাণ্ড বাহরাইনের রাজধানী মানামার ঈমাম হোসেন রোডের একটি পুরাতন দ্বিতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ওই ভবন থেকে ছুটোছুটি করতে গিয়ে নামতে গিয়ে ১৬ বাংলাদেশি আহত হন।



ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বাহরাইন আওয়ামী লীগ।

সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের অর্থ, কাপড়-চোপড়সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র বিতরণ করা হয়।

এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন- বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সভাপতি আলাউদ্দিন ন‍ূর, সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নূর মিলন, যুবলীগ প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম এ করিম, বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক ও ব্যবসায়ী মো. নাসির।

মানামাস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মেজর জেনারেল কে  এম মমিনুর রহমান ও শ্রম কাউন্সিলর মহিদূল ইসলাম এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আবুল বাশার, কাউসার আহমেদ, ফারুক শিকদার, কাউসার মোল্লা, ইমরান ভূঁইয়া প্রমুখ ।

দূতাবাসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে নগদ ১০ দিনার (বাংলাদেশি ২ হাজার টাকা) করে অনুদান দেওয়া হয় ।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দুইজনের পাসপোর্টের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। ‍

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ