ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বাহরাইন

খালেদার রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার দাবিতে প্রতিবাদ সভা

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
খালেদার রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার দাবিতে প্রতিবাদ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে এবং তার নামে সমন জারির প্রতিবাদে বাহরাইনে প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবক দল।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ) মানামার স্হানীয় একটি হোটেলে স্বেচ্ছাসেবক দলের  সভাপতি শাহ্ আলম তপুর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. আব্দুল হান্নান।


 
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু,উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আঁকন,শ্রমিকদল  সভাপতি রুহুল আমিন,যুবদল সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু,তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন,দেশনেত্রী পরিষদ সভাপতি দেলোয়ার হোসেন তুহিন,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম,সহ সভাপতি আব্দুস সাত্তার খোকন,শাহাদাত হোসেন শান্ত,শেখ ছয়ফুল,সোলেমান মোল্লা,সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম,প্রচার সম্পাদক ওমর ফারুক,স্বেচ্ছাসেবক দল মানামা মহানগর সভাপতি হুমায়ন রশিদ টিটন,সাংগঠনিক সম্পাদক কয়েজ উল্লা,মো. সিতু, আতিউল্লা প্রমুখ।
 
এতে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও আঞ্চলিক শাখার নেতা কর্মীবৃন্দ উপস্হিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ