ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

মাতৃভাষা দিবসে বাহরাইন বিএনপির সভা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
মাতৃভাষা দিবসে বাহরাইন বিএনপির সভা

বাহরাইন: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির বাহরাইন আহ্বায়ক কমিটি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)  রাত ৮টায় মানামা মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।



এতে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির আহ্বায়ক মো. আইনুল হক, আর সঞ্চালনা করেন সদস্য সচিব সোহেল আহম্মেদ বাপ্পি। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাউসার আলম।

আরও অতিথি ছিলেন হামেদ কাজী হাসান, মীর দেলোয়ার হোসেন, বাবুল কামাল, মহি উদ্দীন আহম্মেদ, নবী মিয়া, জিয়াউর রহমান জিয়া, মো. শাহজাহান, মুজিবুর রহমান, ইব্রাহীম মিয়া, শ্রমিকদল সভাপতি হাজী সামসুজ্জামান রাজু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সভাপতি শেখ আমজাদ হোসেন বাচ্চু, সাইবার দল ভারপ্রাপ্ত সভাপতি আরিফ রানা, মানামা মহানগর বিএনপি সভাপতি মোকবুল হোসেন মুকুল, বুদাইয়া বিএনপি সভাপতি মো. রিয়াজুল হক টিপু, ঈসা টাউন বিএনপি সভাপতি মো. ইব্রাহীম, রিফা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মালেক, মোহারাক বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিক মেম্বার, যুবদলের সমন্বয়ক সুমন সাকিল, মানামা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, শ্রমিক দল সাধারণ সম্পাদক সাহেদ সারফিন, যুবদল রিফা শাখার সভাপতি মো. মিনহাজ, রফিকুল ইসলাম, খালেক শেখ, প্রকৌশলী বেলাল, মো. রুবেল, মোয়াজ্জেম, আব্দুল হাই প্রমুখ।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও ভাষাশহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ