ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে লিন্নাস ফাউন্ডেশনের আলোচনা ও ইফতার মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
বাহরাইনে লিন্নাস ফাউন্ডেশনের আলোচনা ও ইফতার মাহফিল

বাহরাইন: বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন বৃহৎ ব্যাবসায়িক প্রতিষ্ঠান লিন্নাস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লিন্নাস ফাউন্ডেশনের আয়োজনে “মাহে রমজান ও আল কোরআন শীর্ষক" আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন )মানামা কেন্দ্রীয় বাস টার্মিনালের সন্নিকটে লিন্নাস মেডিকেল সেন্টারে  ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লিন্নাস গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর আব্দুর রহিম সাব্বিরের পরিচালনায় ও লিন্নাস গ্রুপের নব নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- আহলি ইউনাইটেড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান শাফকাত আনোয়ার,ইউনিভার্সিটি অফ বাহরাইনের ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক ড. কাজী মো. আবু সোহেল, বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নুর,বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইন‍ুল হক ও হামেদ কাজী হাসান,বিল্লাল হোসেন,বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  গোলাম নুর মিলন, বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি হাসান আনোয়ার সুমন,সাধারণ সম্পাদক ফুয়াদ তাহের শান্তনু, তালীমূল কোরআন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তফা,সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী বদরুল আলম, ডিসকভার ইসলাম বাংলা বিভাগের সাধারণ সম্পাদক খ ম আশরাফ উদ্দীন, লিন্নাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও  লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, লিন্নাস গ্রুপের সিইও মোবারক হোসেন, ডিএমডি মিজানুর রহমান,মার্কেটিং ডিরেক্টর মাজহারুল ইসলাম বাবু্‌, লিন্নাস ট্রাভেলস ম্যানেজার কামরুজ্জামান কামরুল,আবুল বাশার,মাজহারুল হক নয়ন,গিয়াস উদ্দীন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে লিন্নাসের শরীয়াহ বোর্ড, নির্বাহী বোর্ড ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাংলাদেশি মিলনমেলায় পরিণত হয়।

উল্লেখ্য, আগামী ১জুলাই বৃহস্পতিবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশি ব্যবস্থাপনায় বাহরাইনের সর্ব প্রথম মেডিকেল সেন্টার ‘লিন্নাস মেডিকেল সেন্টার’।
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ