ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে মেঘনা প্রবাসী সমবায় সমিতির ইফতার

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বাহরাইনে মেঘনা প্রবাসী সমবায় সমিতির ইফতার

বাহরাইন: বাহরাইনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মেঘনা প্রবাসী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।

রোববার (২৬ জুন) বাহরাইনের রাজধানী মানামার আল ওছরা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মোয়াজ্জেম হোসেন সোকার্নোর পরিচালনায় ও সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব বাহরাইনের সহযোগী অধ্যাপক ও ইসলামী ফিন্যান্স বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব বাহরাইনের ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক ড. কাজী মো. আবু সোহেল, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, বাংলাদেশ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক ও হামেদ কাজী হাসান, আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দীন নূর, আওয়ামী যুবলীগের সভাপতি এম এ করিম, তালীমূল কোরআনের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী বদরুল আলম, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, আল হাল্লাক রিয়েলস্টেটের পরিচালক  মিজানুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকবুল হোসেন মুকুল, শেখ আব্দুর রশিদ, মেঘনা প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ নুরুল হক, মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ইমরান, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সালাউদ্দীন, ফয়সাল, রমজান, আল আমিন, মো. সেলিম, আবদুর রহমান, মো. নাসিম, জাহিদ হওলাদার, মানিক, হেলাল, ইব্রাহিম, বাবু, সালাউদ্দীন মুন্সী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বাহরাইনের বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬/ আপডেট: ০৭১১ ঘণ্টা, জুন ২৮,
জিসিপি/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ