বাহরাইন: বাংলাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করছে বাহরাইনের রাজধানী মানামাসহ বাংলাদেশ দূতাবাস।
আগামী ১৮ ডিসেম্বর দূতাবাস বন্ধ থাকার কারণে একই অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়।
বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনূর রহমান, দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, সচিব (শ্রম) মহিদুল ইসলাম কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঈমাম হোসেন বাবুল। দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমাজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
টিআই