ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বাহরাইন: বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এমদাদুল হক (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৫টায় মানামার হুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুনবতী এলাকার সুরিকারা গ্রামের সাঈদুল হকের ছেলে।

তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৮৯০৭৪৫৯৭৮। তিনি মোটরসাইকেলে স্টার নাইট নামক একটি রেস্টুরেন্টে খাবার ডেলিভারির কাজ করতেন।

এ ব্যাপারে নিহতের আত্মীয় মাঈনউদ্দীন বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো এমদাদুল খাবার ডেলিভারি দিচ্ছিলেন। হুরা পুলিশ স্টেশনের কাছে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টের সঙ্গে ধাক্কা লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী মামুন বাংলানিউজকে জানান, এমদাদুল ১১ মাস আগে বাহরাইনে আসেন। তার পরিবারে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে এমদাদ সবার ছোট।

বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বাংলানিউজকে জানিয়েছেন, এমদাদুলের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে খুব দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ