ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

কচুয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
কচুয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের জোহায়ের মার্কেটের দ্বিতীয় তলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আউটলেটটির উদ্বোধন করেন ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ আশিক রাজিব।

 

এসময় বাগেরহাট শাখার ব্যবস্থাপক অছিকুজ্জামান গোলদার, সাইনবোর্ড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ দেবনাথ, এজেন্টের উদ্যোক্তা আশিকুর রহমান অনিক ও বায়জিদ হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ আউটলেটের মাধ্যমে এখন থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব ধরনের সেবা পাওয়া যাবে। এর ফলে সাইনবোর্ড বাজারের ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেন আরও সহজ হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।