ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতেও ডিপ্লোমা বাধ্যতামূলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতেও ডিপ্লোমা বাধ্যতামূলক

ঢাকা: ব্যাংকে পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক করা নিয়ে বিতর্কের মধ্যেই নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতেও ডিপ্লোমা বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়েছে।

এই নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দ্যা ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাস বাধ্যতামূলক করা হলো।

তবে এ নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়-এমন ডাক্তার, আইন কর্মকর্তা, প্রকৌশলী এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে এ প্রযোজ্য হবে না।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
জেডএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।