ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

রুনির গোলে ম্যানইউ’র জয়, হেরেছে চেলসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
রুনির গোলে ম্যানইউ’র জয়, হেরেছে চেলসি

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার স্ট্রাইকার ওয়েন রুনির গোলে ম্যানইউ ১-০তে হারিয়েছে ফুলহ্যামকে।

এ জয়ে নিকটতম শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি থেকে দশ পয়েন্ট এগিয়ে কোচ অ্যালেক্স ফার্গুসনের দল। দিনের অপর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরেছে চেলসি।
 
নিজেদের মাঠ ক্রাভেন কটেজে ভালই খেলছিলো ফুলহ্যাম। শুরু থেকেই ম্যানইউর বিপক্ষে সমানতালে লড়ে যায় স্বাগতিকরা। বিরতির আগে জায়ান্টদের ঠেকিয়েও রাখতে সক্ষম হয় কোচ মার্টিন জোল’র দল। যদিও প্রথমার্ধে ম্যানইউ‘র তিনটি গোল প্রয়াস নষ্ট হয় বল ফুলহ্যামের গোলপোস্টে প্রতিহত হওয়ায়। একইভাবে ফুলহ্যামও প্রথমার্ধে একবার গোলবঞ্চিত হয়। ৪২ মিনিটে ফ্লাডলাইট নিভে গেলে ম্যাচের ভাগ্য নিয়েও সংশয় তৈরী হয়েছিলো। তবে ১০ মিনিট পরেই মাঠে আলো ফিরলে পুনরায় খেলা শুরু হয়।

৭৯ মিনিটে ফুলহ্যামের রক্ষণদূর্গ ভেদ করে ম্যানইউকে জয়সূচক গোল এনে দেন ওয়েন রুনি। জনি ইভান্সের লম্বা পাসে দুর্দান্ত এক বাঁকানো মৌসুমের দশম গোল আদায় করেন এই ইংলিশ স্ট্রাইকার।

এ জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি থেকে ১০ পযেন্ট এগিয়ে ম্যানইউ। তবে রোববার ম্যানসিটি লিভারপুলের বিপক্ষে জয় পেলে দুই নগরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার পয়েন্ট ব্যবধান ফের ৭-এ নেমে আসবে। ২৫ ম্যাচে ম্যানইউর সংগ্রহ ৬২। এক ম্যাচ কম খেলে ম্যানসিটির সংগ্রহ ৫২। অন্যদিকে ২৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকায় ১৩তম স্থানে রয়েছে ফুলহ্যাম।

জয়ে সন্তোষ প্রকাশ করেন ম্যানইউ কোচ ফার্গুসন বলেন,‘এটি একটি ভাল অবস্থান (পয়েন্ট টেবিলে)। আজ রাতে আমাদের প্রথমার্ধের পারফরমেন্স লক্ষ্য করলে দেখবেন খেলোয়াড়রা গোলের জন্য মুখিয়ে ছিলেন। প্রথমার্ধেই বল তিনবার প্রতিপক্ষের পোস্টে লেগেছে, জয় আমাদেরই প্রাপ্য ছিলো। ’


এদিকে দিনের অপর ম্যাচে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে হেরেই আসতে হয়েছে কোচ রাফায়েল বেনিতেজের দলকে।

৪১ মিনিটে আর্জেন্টিনা মিডফিল্ডার জোনাস গুতিরেজের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। তবে বিরতির পরই ঘুরে দাঁড়ায় চেলসি। ৫৫ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও ৬১ মিনিটে স্পেন ফরোয়ার্ড হুয়ান মাতার গোলে ১-২ ব্যবধানে এগিয়েও গিয়েছিলো চেলসি। তবে মালিয়ান বংশোম্ভূত ফরাসি মিডফিল্ডার মুসা সিসোকোর জোড়া গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৬৮ মিনিটে দলকে সমতায় আনার পর ৯০ মিনিটের গোলে নিউক্যাসলকে জয় উপহার দেন সিসোকো।

এ জয়ে ২৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকায় ১৫তম স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান তৃতীয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৩
এএইচবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।