ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

রাকাব’র পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
রাকাব’র পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পরিচালনা পর্ষদের ৪৪০তম সভা বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয় ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ এবং পরিচালনা পর্ষদের পরিচালক সাইফুদ্দিন আহমদ, কাজী হাসান আহমেদ, ফজলুর রহমান, ডা. স্বপন কুমার পাল উপস্থিত ছিলেন।

সভায় পর্ষদের প্রাক্তন পরিচালক মাহবুব উল আলমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এছাড়া ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের ওপর সভায় ব্যাপক আলোচনাসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।