ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের আলোচনা-ইফতার মাহফিল

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ইসলামী ব্যাংকের আলোচনা-ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অষ্টম রোজায় ‘রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচন সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উত্থাপন করেন আইবিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান।

অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ ও  মাসজিদ আত-তাকওয়া, ধানমণ্ডির খতিব আল্লামা সাইয়্যেদ জুলফিকার জহুর আলোচনায় অংশ নেন।  

এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিক, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরাও উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।