ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

`শিওরক্যাশে' শিক্ষাবৃত্তির টাকা দেবে রূপালী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, জুন ২০, ২০১৬
`শিওরক্যাশে' শিক্ষাবৃত্তির টাকা দেবে রূপালী ব্যাংক ছবি: সংগৃহীত

ঢাকা: মোবাইল ব্যাংকিং সেবা ‘শিওরক্যাশ’ এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেবে রূপালী ব্যাংক। ‘শেখ হাসিনার দীক্ষা-মানসম্মত শিক্ষা, রূপালী ব্যাংক শিওরক্যাশে-উপবৃত্তি সারাদেশে’ শীর্ষক শ্লোগানে এ সেবা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটি।

 

প্রাথমিকভাবে  দেশের ৮৯টি উপজেলায় এ সেবা  দেয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে এ সেবা চালু করা হবে।

 

সোমবার (২০ জুন) রাজধানীর মিরপুরে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মিলনায়তনে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদ এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. ফরিদ উদ্দিন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী, শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।