ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

এনবিএল’র ক্যাশ অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এনবিএল’র ক্যাশ অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: ন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মানব সম্পদ বিভাগের প্রধান শাহ সৈয়দ আবদুল বারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত “ক্যাশ ম্যানেজমেন্ট-কোর ব্যাংকিং সফটওয়্যার পার্সপেকটিভ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ১৮তম ব্যাচের ৪০ জন ক্যাশ অফিসার অংশ নেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে এভিপি ও সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ফারজানা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।