ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

ঢাকা: ঈদুল আজহার ছুটিতে ব্যাংকে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোর কর্মকর্তাদের সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত এ নির্দেশনার চিঠি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে এ বছরের সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবশ্যকতা দেখা দিয়েছে। বিশেষভাবে,  সাইবার অপরাধ ঠেকাতে ব্যাংক-কোম্পানি ও ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।

এর পরিপ্রেক্ষিতে ঈদের ছুটির পুরো সময়ে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস, এটিএম বুথে সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হলো। এ সময়ে প্রয়োজনে ব্যাংক কর্মকর্তারা পালাক্রমে তদারকির ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।