ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

ঢাকা: বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাঠ সহকারী ঐক্য পরিষদ ও মাঠ সহকারী কল্যাণ পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ফলে এই ঘোষণার মাধ্যমে দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত কর্মচারী তৌফিক জানান, নিয়ম অনুযায়ী ‘একটি খামার একটি বাড়ি’ প্রকল্পটি বিলুপ্ত হলে এখানকার কর্মীদের পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি দেওয়ার কথা। কিন্তু প্রকল্পটি চলতি বছরের ৩০ জুন শেষ হলেও গেজেট অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকে এখন পর্যন্ত তাদের নিয়োগ দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এসজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।