ঢাকা: ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) ন্যাশনাল ব্যাংকের কার্ড ডিভিশন’র কনফারেন্স রুমে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুস সোবহান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ১৯১টি শাখাকে ১০টি দলে ভাগ করে দেশের ১০টি এলাকায় একইসঙ্গে এ সভার আয়োজন করা হয়।
বক্তারা শক্তিশালী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে শাখা প্রধানদের ২০১৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান বজায় রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবা দেওয়া, শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এসই/এটি