ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ব্যাংকিং

মঙ্গলবার রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
মঙ্গলবার রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ অনিবাসী-প্রবাসী বাংলাদেশিদের ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৫’ প্রদান করবে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকিং চ্যানেলে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণে উৎসাহিত করার লক্ষ্যে
তৃতীয় বারের মতো এই অ্যাওয়ার্ড দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।


 
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে। এ বছর ৩১ জন প্রবাসী বাংলাদেশি এবং ৪টি অনাবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজকে স্বীকৃতি প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এসই/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।