ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ব্যাংকিং

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৫-তে প্রথম স্থান অর্জন করেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান এর কাছে বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত পুরস্কার হস্তান্তর করেন।


 
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এম. খাইরুল হোসাইন, আইসিএমএবির সভাপতি আরিফ খান, এফসিএমএ, আইসিএমএবি অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মুজাফফার আহমেদ, এফসিএমএসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।