ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের ৩০৮তম শাখা রাজবাড়ীর পাংশায়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ইসলামী ব্যাংকের ৩০৮তম শাখা রাজবাড়ীর পাংশায়

ঢাকা: রাজবাড়ীর পাংশা উপজেলায় ইসলামী ব্যাংকের ৩০৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল করিম।

স্থানীয় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী সাঈদা হাকিম, পাংশা উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাসান আলী বিশ্বাস, শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল কুমার দত্ত, পৌরসভার কাউন্সিলর দূর্গা রানী পাল।

আরও বক্তব্য রাখেন ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. হাবিবুর রহমান ভূইয়াঁ, নির্বাহী সহ-সভাপতি ও উন্নয়ন শাখার প্রধান মো. মোশাররফ হোসাইন, নির্বাহী সহ-সভাপতি ও বরিশাল অঞ্চলের প্রধান মো. আবদুস সালাম এবং শাখা ব্যবস্থাপক মো. মতিয়ার রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।