ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ব্যাংকিং

সোমবার ১০ উপজেলায় ব্যাংক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সোমবার ১০ উপজেলায় ব্যাংক বন্ধ

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ভোটগ্রহণের কারণে সোমবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক ইব্রাহিম ভূঁইয়া স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা ও স্থগিত ইউপি নির্বাচন উপলক্ষে সোমবার পঞ্চগড়ের বোদা, লালমনিরহাটের পাটগ্রাম, কুড়িগ্রামের ভ‍ূরুঙ্গামারী, রাজশাহীর বাগমারা, ফেনীর ফুলগাজী, পরশুরাম, নোয়াখালীর সোনাইমুড়ি, বেগমগঞ্জ, সেনবাগ ও খাগড়াছড়ির গুইমারা উপজেলা কার্যরত ব্যাংকের শাখাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে বন্ধ থাকবে।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।