ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

ঋণ কেলেঙ্কারি: বেসিক ব্যাংকের আরো এক ডিএমডিকে অপসারণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ঋণ কেলেঙ্কারি: বেসিক ব্যাংকের আরো এক ডিএমডিকে অপসারণ 

ঢাকা: ঋণ কেলেঙ্কারির ঘটনায় ‍অভিযুক্ত রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ মোনায়েম খানকে অপসারণ করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত ব্যাংকের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

সংশ্লিষ্ট সূত্র বলছে, আমানকতকারীদের স্বার্থ ক্ষুন্ণ হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০১৪ সালের এপ্রিলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।  

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনেও বেসিক ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার বেশি ঋণে অনিয়মের তথ্য উঠে আসে। এরপর গত বছরের মে মাসে তৎকালীন এমডি কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।  

একই সময়ে পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়‍া হয়। তবে এর ‌আগেই মূল অভিযুক্ত ওই সময়ে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকা আবদুল হাই বাচ্চু পদত্যাগ করেন।  

আর জড়িত থাকায় ব্যাংকটির ডিএমডি ফজলুস সোবহান, মো. রুহুল আলম ও মো. সেলিম এবং মহাব্যবস্থাপক (জিএম) মো. মাহবুবুল আলমসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।