ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ব্যাংকিং

এমবিএল’র মিড লেভেল অফিসারদের মতবিনিময়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমবিএল’র মিড লেভেল অফিসারদের মতবিনিময়

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মিড লেভেল অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মিড লেভেল অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) ঢাকার একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

সভায় প্রিন্সিপাল অফিসার থেকে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত মোট ২৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
 
সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ ও কামরুল ইসলাম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, মতিউল হাসান ও মোহাম্মদ ইছমাইলসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।