ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

২০তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
২০তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হবে বাংলাদেশ

২০৪১ সালের মধ্যেই বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী ২০ দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ। এমনটিই বলেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ঢাকা: ২০৪১ সালের মধ্যেই বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী ২০ দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ। এমনটিই বলেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


 
বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি মিলনায়তনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) আয়োজিত জাতীয় ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। লক্ষ্য অর্জনের এ যাত্রাপথ সহজ নয়। নানা প্রতিবন্ধকতার বাধা টপকাতে হবে। বিস্তর চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে হবে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাবো।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, সঠিক সময়ে ক্রয়কাজ সম্পাদন করার প্রক্রিয়াটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রার জন্য অপরিহার্য। সরকারি ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ  যথাসময়ে যথাযথভাবে কাজ সম্পাদনে সহায়ক ভূমিকা রাখবে। আমাদের সীমিত সম্পদ থেকে সর্বোচ্চ লাভ আহরণ করতে হবে। উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা আমাদের অগ্রগতির অগ্রযাত্রাকে বেগবান করবে।
 
মন্ত্রী অনুষ্ঠানে ন্যাশনাল প্রকিউরমেন্ট প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
  
সিপিটিইউ-এর মহাপরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশন সদস্য জিয়াউল ইসলাম, বিশ্বব্যাংক অপারেশন ম্যানেজার রাজশ্রী পারালকার এবং আইটিসি-আইএলও টেকসই উন্নয়ন কর্মসূচি ম্যানেজার রাফ ক্রুগার  বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।