ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

আইসিএসবি’র সেরা ব্যাংকের পুরস্কার পেল প্রাইম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আইসিএসবি’র সেরা ব্যাংকের পুরস্কার পেল প্রাইম ব্যাংক

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ৩য় আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৫ এ ব্যাংকিং ক্যাটাগরিতে সেরা ব্যাংকের প্রথম পুরস্কার লাভ করেছে প্রাইম ব্যাংক।

ঢাকা: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ৩য় আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৫ এ ব্যাংকিং ক্যাটাগরিতে সেরা ব্যাংকের প্রথম পুরস্কার লাভ করেছে প্রাইম ব্যাংক।

রাজধানীর এক হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান-এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

এ সময় ৩য় আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৫ এর জুরি বোর্ডের চেয়ারম্যান ড. এ বি মির্জা মো. আজিজুল ইসলাম এবং প্রাইম ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ এহসান হাবীব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।