ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

আবারো জিইএফ সভাপতি হলেন এক্সিম ব্যাংকের এমডি হায়দার আলী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আবারো জিইএফ সভাপতি হলেন এক্সিম ব্যাংকের এমডি হায়দার আলী

ঢাকা: গ্লোবাল ইকনোমিস্ট ফোরাম (জিইএফ) বাংলাদেশ শাখার সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

মঙ্গলবার (জানুয়ারি ২৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা ফোরামের ২০১৫-১৬ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভায় তাকে ২০১৭-১৮ মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত করা হয়েছে।

গ্লোবাল ইকনোমিস্ট ফোরাম জাতিসংঘের পরামর্শক সংস্থা হিসেবে বিশ্বের ১৫৮টি দেশে অর্থনৈতিক উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন, ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।