ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

সাফা অ্যাওয়ার্ড পেলো প্রাইম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
সাফা অ্যাওয়ার্ড পেলো প্রাইম ব্যাংক সাফা অ্যাওয়ার্ড পেয়েছে প্রাইম ব্যাংক

ঢাকা: স্বচ্ছ আর্থিক প্রতিবেদন তৈরির জন্য দুই ক্যাটাগরিতে সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০১৫ পেয়েছে প্রাইম ব্যাংক। বেসরকারি ব্যাংকিং খাতে ‘বেস্ট প্রেজেন্টেড এ্যানুয়াল রিপোর্টিং’ এ প্রথম স্থান এবং ‘কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজার’-এ প্রথম রানার-আপ হয়েছে।

গত ২৭ জানুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।