ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

ময়মনসিংহে এসএমই ব্যাংকার্সের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ময়মনসিংহে এসএমই ব্যাংকার্সের কর্মশালা   এসএমই ব্যাংকার্সের কর্মশালা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে ‘ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম ফর এসএমই ব্যাংকার্স’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ কর্মশালার উদ্বোধন করেন এসএমই ব্যাংকার্সের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ।  

বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান প্রমুখ।

 

দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। কর্মশালা শেষ হবে মঙ্গলবার (৩১ জানুয়ারি)।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭ 
এমএএএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।