ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে বক্তৃতা করছেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. কামরুল ইসলাম চৌধুরী

ঢাকা: মোবাইল ব্যাংকিং, রিটেইল এবং কার্ড ব্যবসা মার্কেটিংয়ের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট।

রোববার (২৯ জানুয়ারি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. কামরুল ইসলাম চৌধুরী ‘ক্রস সেলিং ফর মাইক্যাশ, রিটেইল অ্যান্ড কার্ড’ শীর্ষক তিন দিনের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।  

তিনি ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণে মোবাইল ব্যাংকিং, রিটেইল এবং কার্ডের মার্কেটিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সেইসঙ্গে কিভাবে ক্রস সেলিং করা যায় সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিক-নির্দেশনা দেন।

এসময় মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. রফিকুল হক ভূইয়া, কনজুমার ও  রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান ও ভিপি মো. আশিকুর রহমান, কার্ড ডিভিশনের প্রধান ও ভিপি মো. আবু সাকিন এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।