সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল সদর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মতিউর রহমান সন্ধ্যায় জাকির হোসেনকে বরিশাল সদর থেকে গ্রেফতার করেন।
এ অভিযোগের ভিত্তিতে বরিশাল সদর থানায় গত বছরের ১৯ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৯।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসজে/আরআইএস/এএ