ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের সম্মেলন অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
ইসলামী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের সম্মেলন অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা সেন্ট্রাল জোনের কার্যালয়ে ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সেন্ট্রাল জোনের প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকের ক্যামেলকো এএএম হাবীবুর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মো. সালেহ ইকবাল, এসএমই-২ বিভাগের প্রধান মো. কাউছার-উল আলম ও এসএমই-১ বিভাগের প্রধান মোহাম্মদ উল্লাহ।

সম্মেলনে ঢাকা সেন্ট্রাল জোনের আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসই/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।